welcome to deshcharity please donate us you can join with us by give us donation we are here all time for helpless/pore people thanks for visit our site

Friday, November 29, 2013

Desh Charity এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী - ২০১৩-২০১৪

Desh Charity এর উদ্যোগে শুরু হয়েছে গরীব ও অসহায় শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচী-২০১৩-২০১৪

প্রতিবছর আমাদের দেশে প্রচন্ড শীত পড়ে। আর শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে আমরা শীতবস্ত্র পরিধান করে থাকি। কিন্তু এই শীতবস্ত্র ক্রয় করার ক্ষমতা সবার থাকে না। ফলে তাদেরকে অনেক কষ্ট সহ্য করে শীতকে মোকাবেলা করতে হয়। আমরা অনেকেই তাদের কথা ভাবি আবার, অনেকেই ভাবিনা। যারা ভাবিনা তারা একটু ভেবে দেখবেন এবং যারা ভাবেন তারা একটু এগিয়ে আসুন কারণ, এই সকল অসহায় শীতার্ত মানুষের মুখে হাসি ফোঁটাতেই আমরা শুরু করেছি শীতবস্ত্র বিতরণ কর্মসূচী (Deshcharity-2014)। আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তোবা আমরা সকলকে সহযোগিতা করতে পারবো না তবুও, আমাদের লক্ষ্য সর্বোচ্চ বেশি সংখ্যক অসহায় মানুষকে সহযোগিতা করা। সুতরাং শীতার্ত মানুষের জন্য যদি বিন্দুমাত্র কষ্ট অনুভব করতে পারেন তাহলে এই অসহায় শীতার্তদের মুখের হাসি ফোঁটাতে আমাদের কর্মসূচীতে যোগ দিন।

 যেভাবে আমাদের কর্মসূচীতে যোগ দিতে পারবেনঃ
১। আমরা শীতবস্ত্র কেনার জন্য অর্থ সংগ্রহ করছি, আপনিও যে কোনো পরিমাণ অর্থ পাঠিয়ে সহযোগিতা করতে পারেন। (মনে রাখবেন, আপনি আপনার ১০ জন বন্ধুর কাছ থেকে যদি ১০ টাকা করে সংগ্রহ করেন তাহলে, আপনি ১০x১০=১০০ টাকা পাঠাতে পারবেন। আমরা তো কারণে অকারণে বিভিন্ন জায়গায় অনেক টাকা-পয়সা ব্যায় করে থাকি। তাই আসুন না এবার কিছু টাকা দরিদ্র শীতার্তদের মুখে হাসি ফোঁটানোর জন্য ব্যয় করি)
২। যদি অর্থ দিয়ে সহযোগিতা করা আপনার পক্ষে করা সম্ভব না হয় তাহলে, আমাদের এই কার্যক্রমটি বিভিন্ন ব্লগ ও ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সহযোগিতা করতে পারেবেন।
৩। পুরানো ও ব্যবহৃত শীতবস্ত্র দিয়েও আমাদেরকে সহযোগিতা করতে পারবেন।

 আমাদের নিকট Donation / সাহায্য পাঠাতে নিন্মে দেখুন ...।।

 Or
Or
 Or
 
* (যাদের বিকাশ একাউন্ট নেই তারা বাংলাদেশের যে কোনো বিকাশ এজেন্টের মাধ্যমে খুব সহজেই পাঠাতে পারবেন)
 এছাড়াও এই কার্যক্রম সম্পর্কে যে কোনো তথ্য জানতে ও আমাদের সাথে যুক্ত হতে কল করতে পারেনঃ 01820510591
  আমাদের কর্মসূচির মাধ্যমে যদি আমরা মাত্র একজন গরীব ও অসহায় শীতার্ত মানুষের মুখেও হাসি ফোঁটাতে পারি তবু আমরা মনে করবো আমাদের এই কর্মসূচী সার্থক।

- জনস্বার্থে DESHCHARITY2014

No comments:

Post a Comment

Thanks for your Opinions